Call Now: 09677999666
Top Banner
রেটিনা বায়োলজি প্রোগ্রাম (HSC'25)

 

"দীর্ঘ সময় তোমার হাতে,রুখো এবার আলস্য

ভয় পেয় না,রেটিনা আছে তোমার পাশে সহাস্য।

নিয়মিত ক্লাস করবে, দেবে ক্লাস টেস্ট

প্রত্যয় রেখো হৃদয়ে তোমার রেজাল্ট হবে বেস্ট।।"

 

প্রিয় HSC'25 ব্যাচের ভাইয়া আপুরা!!

কিছুদিন পরেই তোমাদের কলেজে ভর্তি হওয়ার পালা। এইতো সেদিন তোমরা মাত্র SSC পরীক্ষা শেষ করলে। কিন্তু দেখো কত দ্রুতই সময় গুলো পার হয়ে গেল। ঠিক এভাবেই সামনের দিনগুলোতে চোখের পলকে তোমার HSC এর সময়টুকুও পার হয়ে যাবে। আমরা যদি এখন থেকেই অল্প অল্প করে পড়াশোনাটুকু শুরু করতে পারি তাহলে সামনের দিনে তুমি থাকবে সবার চেয়ে এগিয়ে। HSC এর পরে এডমিশনের প্রস্তুতির জন্যেও হয়ে উঠবে যথাপোযুক্ত।

খুব নিশ্চিত ভাবেই বলা যায় বিগত বছরগুলোতে HSC পরীক্ষার্থীরা যে পরিমাণ সময় পেত তোমরা তোমাদের পুরো ইন্টার লাইফে সেই রকম লম্বা সময় পাবে না।

আমরা যেন তোমার পাশে থেকে তোমার পড়াশোনাটা কে একটু গতিশীল করতে পারি সেজন্য RETINA Academic Care আয়োজন করতে যাচ্ছে চমৎকার একটি Biology Online Program এর। বর্তমানে তোমরা যারা এবার HSC প্রথম বর্ষে পা দেবে তাদের জন্য আমরা আয়োজন করছি আমাদের সবচেয়ে আপডেটেড এই বায়োলজি অনলাইন প্রোগ্রামটি।

তাহলে চলো দেখে নেই এই কোর্সের বিস্তারিত:

রেটিনা বায়োলজি অনলাইন প্রোগ্রাম (HSC'25 ২৫ ব্যাচের জন্য ):

১। কোর্সটি কিভাবে চলবে?

-উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিজ্ঞান থেকে চারটি করে মোট আটটি অধ্যায় প্রতি পর্বে পড়ানো হবে। ক্লাস হবে Zoom App এ। কোন কিছু না বুঝলে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে। তোমাদেরকে নিয়ে ফেসবুক ও টেলিগ্রামে আমাদের প্রাইভেট গ্রুপ থাকবে। ক্লাসের পরে লেকচার রেকর্ডিং সেখানে আপলোড করা থাকবে। তোমরা চাইলে তোমার HSC পরীক্ষা দেওয়া পর্যন্ত একাধিকবার দেখতে পারবে। কোন কিছু না বুঝলে সেখানে প্রশ্ন করার সুযোগ থাকবে। প্রাইভেট টিচার তোমাকে সব বিস্তারিত বুঝিয়ে দেবেন। এই কোর্সটি একই সাথে তোমার HSC একাডেমিক বায়োলজি এবং ভবিষ্যতের মেডিকেল/বিশ্ববিদ্যালয় প্রিপারেশন এর জন্য শতভাগ যথেষ্ট।

২। ক্লাসের দিন এবং সময়?

-সপ্তাহে ২ দিন ক্লাস হবে। রবিবার ও বৃহস্পতিবার। ক্লাসের সময়: দুপুর ৩-৫ টা এবং সন্ধ্যা ৭-৯ টা পর্যন্ত। দুটি ব্যাচে ক্লাস হবে। তুমি চাইলে যে কোন ব্যাচে ক্লাস করতে পারবে। প্রতিটি ক্লাস দুই ঘণ্টা সময় নিয়ে করা হবে।

৩। কোন পরীক্ষা হবে কি?

-হ্যাঁ অবশ্যই। প্রতিটি ক্লাসের পরে পরবর্তী ক্লাসের আগে পূর্ববর্তী টপিকের উপর ২৫ মার্কের অনলাইন MCQ পরীক্ষা হবে। একটি অধ্যায় শেষ হলে সেই অধ্যায়ের উপর চ্যাপ্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে সৃজনশীল প্রশ্নে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া হবে চ্যাপ্টার ভিত্তিক মেডিকেল স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। যেন এখন থেকেই তুমি মেডিকেল প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অভ্যস্ত হতে পারো।

৪। যদি সময়মতো ক্লাশ না করতে পারি? ব্যস্ততার কারণে যদি ক্লাস মিস হয়ে যায়?

-গ্রুপে ভিডিও থেকে যাবে, সুবিধামতো সময়ে দেখে নিতে পারবে।

৫। ফি কত?

-আটটি অধ্যায়ের ৫০ টি ক্লাসের জন্য ফি মাত্র ৩৫০০ টাকা। আগামী ১০ আগস্ট পর্যন্ত ভর্তিতে থাকবে ৫০০ টাকা ছাড়। চাইলে তুমি একসাথে পুরো কোর্সের জন্যেও ভর্তি হতে পারো। সে ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট অফারে ১০০ টি ক্লাসের জন্য তোমার ফি হবে মাত্র ৬৫০০/- ????????????

৬। কিভাবে ভর্তি হব?

- খুবই সহজ। ঢাকায় আমাদের পাঁচটি ব্রাঞ্চে সরাসরি এসে ভর্তি হতে পারো। অথবা অনলাইনে বিকাশ বা রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।

-বিকাশ এ গিয়ে 4 নং অপশন (Payment) সিলেক্ট করে রেফারেন্স নং 1, কাউন্টার নং 1 দিয়ে টাকা পাঠিয়ে দাও 01771672224 নাম্বারে।

-অথবা রকেটে 8 নং অপশন (Merchant pay) সিলেক্ট করে রেফারেন্স নং 1 দিয়ে পাঠিয়ে দাও 019767817828 নাম্বারে।

টাকা পাঠানো হয়ে গেলে তোমার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে মেসেজ করো এভাবে:

Your Full Name Your Mobile Num. Guardian Mobile Num. Your bKash or Rocket Number Biology hsc-25

এবং পাঠিয়ে দাও 01964111155 নাম্বারে।

ব্যাস! ভর্তি কমপ্লিট।

এক কার্যদিবসের মধ্যে কোচিং কোড এবং ফেসবুক গ্রুপ লিংক তোমার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে।

বিস্তারিত জানতে কল করো 01964111155 নাম্বারে।

*তোমাদের সুবিধার জন্য কোর্সের শুরুতে সংশ্লিষ্ট অধ্যায়ের দাগানো বই, রেটিনা ডাইজেস্ট, রেটিনা গাইড এর পিডিএফ সরবরাহ করা হবে।

 

Top