Call Now: 09677999666
Top Banner
Academic Revision & Model Test 2021

আসসালামু আলাইকুম!

সুপ্রিয় শিক্ষার্থীরা! কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা ২০২১ এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য নতুন বছরে রেটিনা একাডেমিক কেয়ার নিয়ে এসেছে কমপ্লিট এইচএসসি প্রিপারেশনের চমৎকার এক প্রোগ্রাম।

এইচএসসি-২১ রিভিশন এবং মডেল টেস্ট প্রোগ্রাম:

করোনা পরিস্থিতিতে হঠাৎ করে কলেজ বন্ধ হয়ে যাওয়াতে তোমাদের এইচএসসি প্রিপারেশনে বেশ বেগ পেতে হয়েছে। অনেকেরই অনেক গ্যাপ রয়ে গেছে। আমরা তোমাদের জন্য এমন একটি প্রোগ্রাম সাজিয়েছি যেখানে তোমাদের পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং আইসিটি এই ৫ টি বিষয়ের ওপর নিয়মিত ক্লাস এবং পরীক্ষা নেওয়া হবে।

তো চল প্রোগ্রাম টি সম্পর্কে তোমার যাবতীয় জিজ্ঞাসার উত্তর দিয়ে নেই!!!

১. প্রোগ্রামটি কিভাবে চলবে?

-সপ্তাহে আমরা তিন দিন ক্লাস নেব। ক্লাস এর পরের দিন সেই ক্লাসের উপর পরীক্ষা নেব। প্রতিটি ক্লাসে আমরা কয়েকটি অধ্যায় এর বেসিক সম্পর্কে আলোচনা করব, সেই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের টপিক পয়েন্ট আউট এবং উত্তর লেখার পদ্ধতি শেখাব।

২. ক্লাস এবং পরীক্ষার সংখ্যা কতটি?

-পাঁচটি বিষয়ে আমরা সর্বমোট ক্লাস নেব ৬০টি। ক্লাস টেস্ট (CQ+MCQ) ৬০টি।সলভ ক্লাস ২০টি । এর পরে প্রতিটি বিষয়ের উপর একটি করে মডেল টেস্ট নেওয়া হবে।

৩.পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন এবং পদ্ধতি কেমন হবে?

-আগের দিন ক্লাসে যা পড়ানো হবে সেই সিলেবাস এর উপর পরের দিন ৫০ মার্কের পরীক্ষা নেওয়া হবে। ৫ টি সৃজনশীল এরমধ্যে তোমাদেরকে ৩ টির উত্তর দিতে হবে (৩০ মার্কস) এবং সাথে ২০ মার্কের MCQ.

অর্থাৎ পরীক্ষার পূর্ণমান ৫০.

৪. ক্লাস এবং পরীক্ষা কোন কোন দিন হবে?

-জানুয়ারি মাসে আমরা সপ্তাহের শনি, সোম এবং বুধবার ক্লাস নেব। রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার পরীক্ষা নেব। ফেব্রুয়ারি মাস থেকে সপ্তাহে চারদিন ক্লাস এবং চার দিন পরীক্ষা হবে।

৫. ক্লাস এবং পরীক্ষার সময় কখন?

- ক্লাস হবে সন্ধ্যা ৬:৩০ টা থেকে ৯ টা পর্যন্ত। ২:৩০ ঘন্টার ক্লাস। পরীক্ষা হবে পরের দিন রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত।

৬. কোন কারণে ক্লাস মিস করলে?

-ফেসবুক গ্রুপে এবং ইউটিউব এ ক্লাস থেকে যাবে। যেকোনো সময় যতবার প্রয়োজন দেখে নিতে পারবে।

৭. ক্লাস এবং পরীক্ষা কিভাবে হবে?

-ক্লাস হবে জুম অ্যাপ এ। সরাসরি। তোমরা চাইলে আনমিউট করে প্রশ্ন করতে পারবে। লিখিত পরীক্ষা হবে গুগল ক্লাসরুমে। নৈর্বৃত্তিক পরীক্ষা হবে Testmoz. com নামের ওয়েবসাইটে। পরীক্ষা পদ্ধতির সবচে

সহজতম পদ্ধতিতে।

৮. কোন বিশেষ আকর্ষণ?

-প্রতি সপ্তাহের শেষে আমরা সেই সপ্তাহের সেরা শিক্ষার্থীদের নির্বাচিত করব এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করব।

৯. কবে থেকে শুরু এবং কতদিন চলবে?

- ১৬ জানুয়ারি থেকে শুরু করে এইচএসসি পরীক্ষার ২০ দিন পূর্ব পর্যন্ত চলবে।

১০. কোর্স ফি কত?

- ৬০০০ টাকা।

-১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তিতে ১০০০ টাকা ছাড়। অর্থাৎ ৫০০০ টাকা।

-মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হলে ভবিষ্যতে রেটিনার মেডিকেল এডমিশন প্রোগ্রামে যেকোনো সময় ভর্তিতে পাবে ২৫০০ টাকা অতিরিক্ত ছাড়।এটা মডেল টেস্ট প্রোগ্রাম এ ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য যেকোনো সময় প্রযোজ্য হবে।

১১. কিভাবে ভর্তি হব?

- খুবই সহজ। বিকাশ বা রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।

-বিকাশ এ গিয়ে 4 নং অপশন (Payment) সিলেক্ট করে রেফারেন্স নং 1, কাউন্টার নং 1 দিয়ে টাকা পাঠিয়ে দাও 01976781782 নাম্বারে।

-অথবা রকেটে 8 নং অপশন (Merchant pay) সিলেক্ট করে রেফারেন্স নং 1 দিয়ে পাঠিয়ে দাও 019767817828 নাম্বারে।

টাকা পাঠানো হয়ে গেলে তোমার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে মেসেজ করো এভাবে:

Your Full Name Your Mobile Num. Guardian Mobile Num. Your bKsah or Rocket Number HSC-21

এবং পাঠিয়ে দাও 01964111155 নাম্বারে। ব্যাস!

ভর্তি কমপ্লিট।

এক কার্যদিবসের মধ্যে কোচিং কোড এবং ফেসবুক গ্রুপ লিংক তোমার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। কোর্সের যে কোন ব্যাপারে বিস্তারিত জানতে কল করো 01964111155 নাম্বারে।

 

Top